তানজিব হাসান
#সুযোগ বুঝে সত ব্যবহার
#তানজিব হাসান

করোনার ক্লান্তিকালে
বাজার হল গরম,
সুযোগ বুঝে সত ব্যবহার
নাইকো তাদের সরম।

বস্তা প্রতি চালের দাম
পাঁচ,ছয়শো টাকা বাড়ে,
কোন পণ্য বেচতে দেখি নাই
আংশিক লাভের ছাড়ে।

তেল থেকে আদা রসুন
বাড়েনি দাম কোনটির দেখুন,
লাগামহীন বাড়ছে দাম
তরকারি আর কাঁচামাল।

সরকার নাকি করছে বন্ধ
ভিতর তো সব খোলা,
ধীরে ধীরে বাড়ছে দাম
বেগুন থেকে মূলা।

ভাইরাসে মানুষ মরে
তবু হয়না তোদের হুস,
টাকার মোহে অন্ধ তুরা
নীতি হীন বেহুশ।

আরে ভাই এবার ছাড়
মানুষ পাচ্ছে কষ্ট,
তোদের দ্বারা ঠকলে লোক
আমল হবে সব নষ্ট।