এসময় সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, 
লকডাউনের শুরু থেকে যারা বিবাহ-মেজবানী-অনুষ্ঠানে বয়- বেয়ারার কাজ করে তারা সম্পুর্ণ বেকার।
 সমাজের এই শ্রেণিটার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
 করোনায় কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক বয় বেয়ারাদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
 এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি সুরথ কুমার চৌধুরী,
 সদস্য নেছার আহমেদ, আশরাফুল গনি চৌধুরী, 
দেলোয়ার হোসেন দেলু, মোহাম্মদ বেলাল উদ্দিন, 
 প্রমুখ।