গাড়ির জগতে নতুন ১২টা ট্রেন্ড যেগুলো আপনার জানতেই হবে
পৃথীবি চলছে ট্রেন্ড এর উপরে, একের পর এক নতুন নতুন ট্রেন্ড হাজির হচ্ছে প্রতিনিয়ত। রাজনীতি, মিউজিক,গেম,ফ্যাশন এমন কোন ফিল্ড নাই যেখানে ট্রেন্ড পা রাখেনা। গাড়ি কেন বাদ যাবে? যাহোক একজন গাড়িপ্রেমী হিসেবে আপনার এবং দায়িত্ব হিসেবে আমার জানাতেই হয় নতুন কি কি ট্রেন্ড এখন মার্কেটে চলছে!
* ফেইক এক্সস্ট! এটাই সবথেকে বেশী ইউজ হওয়া ট্রেন্ড বর্তমান কার মার্কেটে। এর প্রভাব থেকে আবাল(টাটা),বৃদ্ধ(মার্সিডিজ), বণিতা (অডি) বাদ যাচ্ছেনা কেউ। এমনকি পার্ফমেন্স কারেও তাদের ফেইক এগ্জস্ট ব্যাবহার করা থেকেে থামানো যাচ্ছেনা। সেই দিন খুব দূরে নেই যেদিন ইলেকট্রিক গাড়িতেও এক্সস্ট ব্যাবহার করা হবে। কারমা!
*আমরা ফোনে টাচস্ক্রিন ইউজ করে অভ্যস্ত, এটা দেখে ম্যানুফ্যাকচার গুলো ইনফোটেইনমেন্টে টাচ ব্যাবহার করা শুরু করে দিয়েছে যেটা ঠিক আছে; কিন্তু এসি কন্ট্রোলে টাচ ইউজ করার কি দরকার ভাই? যখন ড্রাইভ করা হয় তখন বার বার টাচ করে করে এসি টেম্পেরেচার বাড়ানো, মিউজিক ভলিয়ম বাড়ানো কমানো হয়ে যায় মোটামুটি চ্যালেঞ্জিং ব্যাপার। জাস্ট এসি প্যানেলটাকে ফিজিক্যাল নব রাখলেই তো ব্যাপারটা ন্যাচারাল থাকে আর ড্রাইভিং এ রোড থেকে মনোযোগ না সরিয়ে কাজ করা যায়। বিশেষ করে হাই পার্ফমেন্স কার গুলোয় টাচ ইউজ করা মানে রোডে থেকে ড্রাইভারকে পটল ক্ষেতে পাঠানো।
*কিছু ওভার পাকনা ম্যানুফ্যাকচার আছে যারা গাড়িতে ফেইক ইঞ্জিন নয়েজ ইউজ করে, তাও আবার সেটা আপনাকে স্পিকার দিয়ে শুনিয়ে শিহরিত করে। মানতে cos2 হলেও জিনিসটা BMW একটু বেশীই করে। তাও ঠিকাছে কিন্ত SKODA দুই লাইন এগিয়ে গিয়ে তাদের নরমাল একটা গাড়ি কোডিয়াকের ২ লিটার ইঞ্জিনে দিয়েছে V8 এর সাউন্ড, ভাবা যায়?
*BMW কিডনি গ্রিলের কথা নিশ্চয় জানেন? তারা দিন দিন জিসিসটাকে এতটাই উচ্চমর্গীয় পর্যায়ে নিয়ে গিয়েছে যে এখন গাড়ি থেকে গ্রিলই বেশী দেখা যায়। ফর এক্সামপল তাদের নতুন ইলেকট্রিক কারের কনস্পেপ্টে বনেটের সামনে পুরোটাই গ্রিল। এতই মেসিভ গ্রিল যে একসাথে ৪-৫ টা বয়লার গ্রিল করা যাবে। এ যাত্রায় পিছিনে নেই টয়োটাও, তাদের আপকামিং মডেলগুলোয় বেশ বড় গ্রিল ই দেখা যাচ্ছে।
*আজকাল গাড়ির মডেল দেখেও বুঝতে পারবেন না আন্ডার দ্যা হুডে কি আছে, এক্সামপল আগে bmw 320i মানে ৩০০০ সিসির পেট্রোল ইঞ্জিন; সিম্পল। অথছ আজকাল 320i বলে ধরিয়ে দিচ্ছে ২০০০ সিসির টার্বোচার্জড ইঞ্জিন। দিস ইজ এ ট্রেন্ড!
*ফেইক এক্সস্ট আছে ফেইক এয়ার ভেন্ট বাদ যাবে কেন? Honda Civic Type R মতো একটা পার্ফমেন্স গাড়িও রেহাই পায়নি ফেক ভেন্টের কালে থাবা থেকে।
*রাস্তায় আইডেন্টেটিটি হারানোর ভয়ে bmw এখন তাদের X6 এ লাইট ওয়ালা গ্রিল অফার করছে! পাঞ্জাবি মুভিতে দেখেছেন কিভাবে একটা ট্রাককে লাইটিং করা হয় বিয়েতে যাওয়ার সময়, ইনক্লুডিং দ্যা গ্রিল?
*গাড়ির হুড,রুফে কার্বন ফাইবার দেখতে কুল লাগে না? কিন্তু তাই বলে সিটেও! তাও আবার ফেক কার্বন ফাইবার। এই পুওর চয়েজ কাজটি করেছে Skoda-Peugeot-Volkswagen
*bmw এর M sports ডিভিশানের কথা জানেন নিশ্চয়? এরা bmw এর হাই পার্ফমেন্স কার বানায় যেগুলো M সিরিজে আসে। রিসেন্টলি তাদের লেটেস্ট মডেল bmw m8; যেটা ৮০০ এর বেশী হর্সপাওয়ার আউটপুট দেয় সেটাতে তারা টয়োটা থেকে ইন্সপায়ার্ড হয়ে race mode এর পাশাপাশি একটা eco pro মোড ও দিয়েছে! দুনিয়ার কথা বাদ মঙ্গলেও কি এমন কোন এলিয়েন খুজে পাওয়া যে M8 কিনে eco pro তে চালাবে?
এগুলা ছিল আমাদের গাড়ির জগতের হাইপ তোলা ট্রেন্ড! কোন ট্রেন্ডটা ফলো করতে চান আর কোন ট্রেন্ড দেখে শরীর শিহরিত হয়ে গেল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু!
post collect from: facebook page carhub bd